কলকাতা, ৬ নভেম্বর(হি.স.): *ইডেনে ১২০ বলে ১০১ রানের অনবদ্য এক ইনিংস খেললেন বিরাট কোহলি। ৪৯তম ওডিআই শতরান করে কোহলি স্পর্শ করলেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। ‘মাস্টার ব্লাস্টারের’ সাথে সাথে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতকের মালিক এখন বিরাট’ও।
বিরাট কোহলি- ২৭৭ ইনিংসে ৪৯ শতরান
শচীন তেন্ডুলকর- ৪৩২ ইনিংসে ৪৯ শতরান
রোহিত শর্মা- ২৫১ ইনিংসে ৩১ শতরান
রিকি পন্টিং- ৩৬৫ ইনিংসে ৩০ শতরান
সনৎ জয়সূর্য- ৪৩৩ ইনিংসে ২৮ শতরান
**গতকাল ২৪ বলে ৪০ রান করে কাগিসো রাবাডা’র বলে উইকেট হারান রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতকে সবচেয়ে বেশীবার সাজঘরে পাঠানোর রেকর্ড গড়লেন রাবাডা। এই নিয়ে ১২ বার রোহিতের উইকেট জমা পড়লো তাঁর ঝুলিতে।
**চলতি বিশ্বকাপে প্রথম পাওয়ার প্লে-তে চতুর্থ সর্বোচ্চ রান যোগ করলো ভারত। রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলির দাপটে আজ প্রথম ১০ ওভারে ভারত তোলে ১ উইকেটের বিনিময়ে ৯১ রান।
**প্রবীনতম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের জন্মদিনে ওডিআই ক্রিকেটে ৫০ বা তার বেশী রান করলেন বিরাট কোহলি। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে আরও পাঁচ জন। তৃতীয় ব্যাটার হিসেবে পেরোলেন শতকের গণ্ডী।
বিনোদ কাম্বলি, ১০০ বনাম ইংল্যান্ড (জয়পুর, ১৯৯৩) ২১তম জন্মদিন
নভজ্যোত সিং সিধু, ৬৫ বনাম শ্রীলংকা (মুম্বই, ১৯৯৪) ৩১তম জন্মদিন
শচীন তেন্ডুলকর, ১৩৪ বনাম অস্ট্রেলিয়া (শারজাহ, ১৯৯৮) ২৫তম জন্মদিন
ইউসুফ পাঠান, ৫০ বনাম ইংল্যান্ড (ইন্দোর, ২০০৮) ২৬তম জন্মদিন
ঈশান কিষণ, ৫৯ বনাম শ্রীলঙ্কা (কলম্বো, ২০২১) ২১তম জন্মদিন
বিরাট কোহলি, ১০১* বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা, ২০২৩) ৩৫তম জন্মদিন।
**একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ব্যাটার হিসেবে জন্মদিনে শতরান করলেন বিরাট কোহলি। রস টেলর এবং মিচেল মার্শের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের আঙিনায় এই রেকর্ড করলেন তিনি।
**ভারতীয় স্পিনারদের মধ্যে বিশ্বকাপের আঙিনায় দ্বিতীয় সফলতম স্পেল এলো রবীন্দ্র জাদেজার থেকে। শীর্ষে রয়েছেন যুবরাজ সিং। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের ঠিক পরের স্থানেই জায়গা করে নিলেন জাদেজা।
যুবরাজ সিং, ৫/৩১ বনাম আয়ারল্যান্ড (বেঙ্গালুরু, ২০১১)
রবীন্দ্র জাদেজা, ৫/৩৩, বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা, ২০২৩)*
যুবরাজ সিং, ৪/৬, বনাম নামিবিয়া (পিটারমারিৎজবার্গ, ২০০৩)
রবিচন্দ্রণ অশ্বিন ৪/২৬ বনাম সংযুক্ত আরব আমিরশাহী (পারথ, ২০১৫)।
**বিশ্বকাপের আঙিনায় এর আগে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ব্যবধানে হার ছিল ভারতের বিরুদ্ধেই। ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে ১৩০ রানের ব্যবধানে হেরেছিল তারা। আজকের পরাজয় ছাপিয়ে গেলো তাকেও।

