ভুবনেশ্বর, ৬ নভেম্বর (হি.স.) : ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ঝাড়খণ্ড মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩-এর শিরোপা জেতার জন্যই ভারতীয় মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন পট্টনায়েক।
পট্টনায়েক সোশ্যাল মিডিয়া এক্স হ্যাণ্ডেলে লেখেন, “রাঁচিতে জাপানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩ জেতার জন্য ভারতীয় মহিলা হকি দলকে অভিনন্দন। ভারতীয় মহিলা হকি দল আগামী দিনে তাদের জয়ের ধারা অব্যাহত রাখুক এবং দেশের জন্য গৌরব বয়ে আনুক। আসন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা।”