ত্রিপুরা-৯৫(১৯.৫)
অরুনাচল প্র:-৭১(১৭.২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ত্রিপুরা। পরাজিত করলো গ্রুপের সবথেকে দুর্বল প্রতিপক্ষ অরুনাচল প্রদেশকে। অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা টি-২০ ক্রিকেটে। রাঁচির ঝাড়খন্ড ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ২৪ রানে পরাজিত করলো অরুনাচল প্রদেশকে। ত্রিপুরার গড়া ৯৫ রানের জবাবে অরুনাচল প্রদেশ ৭১ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পায়েল নম: প্রথমে ব্যাট হাতে ঝড়ো ২৮ রান করার পর বল হাতে ২ উইকেট পেয়েছেন। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা ৯৫ রান করে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে। দুই ওপেনার রেশ্মি নোয়াতিয়া এবং দলনায়িকা রূপালী দাস শুরুটা ভালো করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে ত্রিপুরা। রেশ্মি ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রূপালী ১৯ বল খেল এ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। শেষ দিকে পাযেল নম: ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। এছাড়া প্রীয়া সরকার ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। অরুনাচলের পক্ষে রুচি ১৬ রানে, শিল্পী সিং ১৬ রানে এবং নিধি ১৭ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের আটোসাটো বোলিংয়ে অরুনাচল ৭১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়িকা তাকাম রিনিও ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং কনিকা ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ত্রিপুরার পক্ষে তানিয়া দেব ১৩ রানে, রেশ্মি নোয়াতিয়া ১৪ রানে এবং পায়েল নম: ২১ রানে ২ টি উইকেট দখল করেছেন। গ্রুপের অপর খেলায় উত্তরপ্রদেশ দুই রানের ব্যবধানে তামিলনাড়ুকে এবং হরিয়ানা ৭ উইকেট এর ব্যবধানে হায়দ্রাবাদ কে পরাজিত করেছে।