ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। ত্রিপুরা দলের আজ খেলা ছিল না। পরবর্তী ম্যাচ ৭ নভেম্বর গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচে অবশ্য জয়ের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার। গ্রুপের অন্য ছটি দলের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ । পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এক দিবসীয় ক্রিকেটে গ্রুপ লীগে এ পর্যন্ত ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অপরাজয়ের ধারা অক্ষুণ্ন রেখে মুম্বাই সর্বাধিক ষোল পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে উড়িষ্যা ৫ ম্যাচের তিনটিতে জয়ী হয়ে ১২ পয়েন্ট পেয়ে। সম সংখ্যক ম্যাচে সমপরিমাণ পয়েন্ট পেলেও রান রেট এর নিরিখে ছত্তিশগড় রয়েছে তৃতীয় শীর্ষে। এদিকে আজ, রবিবারের খেলায মুম্বাই ১১০ রানের ব্যবধানে গুজরাট কে পরাজিত করেছে। মুম্বাই ৬ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করলে জবাবে গুজরাট ১৫৫ রান সংগ্রহ করতেই নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যায়। অপর ম্যাচে উড়িষ্যা চার উইকেটের ব্যবধানে ছত্তিশগড় কে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ছত্তিশগড় ১৬৪ রান সংগ্রহ করলে জবাবে উড়িষ্যা ৮ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। অপর খেলায় মনিপুর প্রথম জয়ের স্বাদ পেয়েছে গোয়াকে হারিয়ে চার উইকেট এর ব্যবধানে। প্রথমে ব্যাট করতে নেমে গোয়া ৭৫ রানের টার্গেট রাখলে মনিপুর ২৮.৪ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।
2023-11-05