কলকাতা, ৫ নভেম্বর(হি.স.): ইডেনে নিজের ৩৫তম জন্মদিনটা আজ দারুণভাবে রাঙালেন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরিটি করলেন কোহলি। আর এই সেঞ্চুরিতে তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ছুঁলেন।
ব্যাট করতে নেমে কোহলি অনবদ্য সেঞ্চুরি করে নিজের জন্মদিনে শতরান করে কলকাতাকেই বিরাট উপহার দিলেন কোহলি । রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৫ তম জন্মদিনে কোহলির শতরান পূর্ণ হল ১১৯ বলে। ১০টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত কোহলি অপরাজিত থাকলেন ১২১ বলে ১০১ রান করে। এটি একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান কোহলির । এর ফলে সচিন তেন্ডুলকরের নজির স্পর্শ করলেন বিরাট ।
এদিন চেজমাস্টারের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই প্রসঙ্গে বিরাটের মত, “আমার হিরোর সঙ্গে একই রেকর্ড ভাগ করে নেওয়া, সেটা আমার কাছে খুবই স্পেশাল। সচিনকে টিভিতে খেলতে দেখেছি। আজকের এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি।” তবে এদিনের ম্যাচের একটা আলাদা চাপ ছিল, সেটা একবাক্যে স্বীকার করে নিলেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ শতরানকারী।
৪৯তম শতরানের নেপথ্যে টিম ম্যানেজমেন্টের অবদানের কথাও তুলে ধরেন বিরাট। তিনি বলেন, “সকলকে বলা হয়েছিল আমার সঙ্গেই ব্যাট করতে। খেলাটা উপভোগ করছিলাম আমি। ঈশ্বর আমাকে এই অসাধারণ মুহূর্ত উপভোগ করতে দিয়েছেন তাই আমি কৃতজ্ঞ।” দর্শকদের ধন্যবাদ দিয়ে বিরাট বলেন, “আমার জন্মদিনটা ভক্তরা বরাবরই স্পেশাল করে তোলেন। সেটা আমাকে বাড়তি মোটিভেশন দেয়। প্রসঙ্গত, এদিন ম্যাচের সেরার পুরস্কারও তুলে দেওয়া হয় বিরাটের হাতে।