উত্তর-পূর্ব দাবা আসরের প্রস্তুতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি এবং বিভিন্ন জেলা প্রতিনিধিদের নিয়ে একটা বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য চেস অ্যাসোসিয়েশনের পেট্রন তথা বিধায়ক রতন চক্রবর্তী এবং ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের অধিকর্তা সত্যব্রত নাথ।

আগামী বছর ত্রিপুরা রাজ্যে উত্তর-পূর্বাঞ্চল দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র ভবনে বার্ষিক পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে এশিয়ান চেস ফেডারেশনের সহ-সভাপতি ভরত সিং চৌহান উপস্থিত থাকবেন। এছাড়াও দাবা সংস্থার পেট্রন রতন চক্রবর্তী উপস্থিত থাকবেন। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর ইউরোপের ইতালিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ এবং এই প্রতিযোগিতায় ত্রিপুরার রাজ্যের দাবা সংস্থার সাধারণ সম্পাদক দীপক সাহা ম্যানেজার হিসেবে নিযুক্তি পেয়েছেন উনাকে এই সভায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। ত্রিপুরা রাজ্য থেকে প্রথম কেউ এ সম্মান পেলেন। ত্রিপুরা রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু এ বছর উত্তর পূর্বাঞ্চল ফোরামের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। উনাকেও সংবর্ধিত করা হয়।

বিষ্ময় বালিকা আর্শিয়া দাস উত্তর পূর্বাঞ্চল রাজ্য সমূহের মধ্যে প্রথম মহিলা দাবাড়ু হিসেবে ওয়ার্ল্ড ক্যান্ডিডেট মাস্টার অর্থাৎ ডব্লিউ সিএম টাইটেল খেতাব অর্জন করেন। এই সভায় আর্শিয়া দাসকেও সংবর্ধনা জ্ঞাপন করে শুভেচ্ছা জানানো হয়।  প্রসেনজিৎ দত্ত ফিডে মাস্টার টাইটেল পাওয়ার দীর্ঘ দিন পর আর্শিয়া দাস ডব্লিউ সিএম টাইটেল উপাধি লাভ করে। এছাড়াও এবছর আরাধ্যা দাস জাতীয় স্কুল দাবায় দুর্দান্ত প্রদর্শন করে তৃতীয় হওয়ার শুভেচ্ছা জানানো হয়। ত্রিপুরা রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এক বিবৃতিতে এ খবর ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *