পাটনা, ৫ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, কংগ্রেস দল মিথ্যাবাদী। রবিবার ভোপালে বিজেপির স্টেট মিডিয়া সেন্টারে এক সংবাদিক সম্মেলনে অনুরাগ সিং ঠাকুর একথা বলেন। তিনি রবিবার কংগ্রেস এবং এর গ্যারান্টিকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, হিমাচলের সাতটি প্রতিশ্রুতির একটিও কংগ্রেস পূরণ করেনি।
রবিবার সাংবাদিক সম্মেলনে অনুরাগ সিং ঠাকুর আরও জানান, বোনদের অ্যাকাউন্টে এখনও ১৫০০ টাকা জমা হয়নি, দুধের দাম লিটার প্রতি ১০০ টাকা এখনও পর্যন্ত বাড়েনি। এখন মধ্যপ্রদেশে নির্বাচন তাই এখন কংগ্রেস নতুন পোশাক পরে নতুন প্রতিশ্রুতি দিচ্ছে। কৃষকদের ঋণ মকুবের নিশ্চয়তা পূরণ হয়নি, যুবকদের চাকরিও দেওয়া হয়নি। জনগণ বুদ্ধিমান তাই আর কংগ্রেসের ফাঁদে পা দেবে না। রবিবার ভোপালে বিজেপির স্টেট মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তৃতায় তিনি বলেন, কমলনাথ সরকার তাঁর ১৫ মাসের শাসনে একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি। রাহুল গান্ধী মধ্যপ্রদেশে এসে বলেছিলেন যে সমস্ত কৃষকের ঋণ মকুব করা হবে। ২ লক্ষ টাকার ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ করেনি কংগ্রেস। বেকার ভাতা দেওয়ার নিশ্চয়তাও ব্যর্থ হয়েছে। এমনকি মধ্যপ্রদেশ রাজ্যে কন্যাদান প্রকল্পের অধীনে ৫১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করেনি কংগ্রেস।
তিনি জানান, এদিকে বিজেপি সরকার মধ্যপ্রদেশে যুবকদের কর্মসংস্থানের জন্য অনেক অর্থবহ পদক্ষেপ নিয়েছে। যুবকরা কিছু শেখার পাশাপাশি উপার্জনের আকারে মুখ্যমন্ত্রী শিখো কামাও যোজনার সুবিধা পাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার সময় একটি বিষয়ে চিন্তিত ছিলেন, কোনও গরীব যেন না খেয়ে ঘুমোয়। সেজন্য আগামী পাঁচ বছরে আরও ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।