ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। পশ্চিম জেলা দলের জয়জয়কার। দুদিন ব্যাপী রাজ্য স্তরীয় পুরুষ ও মহিলা উভয় বিভাগের ভলিবল টুর্নামেন্টে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ বিভাগে পশ্চিম জেলার জিরানিয়া টিম চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। রানার্স ট্রফি পেয়েছে ধলাই জেলার কমলপুর টিম। মহিলা বিভাগে পশ্চিম জেলা দল ও উত্তর জেলা দল যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স খেতাব পেয়েছে। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং স্বানীতি ইনিসিয়েটিভ (এনজিও) এর সহযোগিতায় গত জুলাই মাসে “নেশা মুক্ত ভারতের জন্য খেলো ত্রিপুরা” কর্মসূচির উদ্বোধন হয়েছিল। ত্রিপুরার আটটি জেলা জুড়ে খেলোয়াড়দের নির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছিল। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং স্বানীতি উদ্যোগের যৌথ প্রয়াসে ১৩ অক্টোবর রাজ্য স্তরীয় ভলিবল টুর্নামেন্টের সূচনার মাধ্যমে এই কর্মসূচির অধীনে অর্জিত অগ্রগতি সামনে আনা হয়েছে। টুর্নামেন্টটি নিজ নিজ ব্লকের পর, আন্ত ব্লক স্তরের ম্যাচ এবং পরে জেল স্তরে বিস্তৃতি পায়। পরবর্তী সময়ে আগরতলায় আন্ত:জেলা ম্যাচ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ সম্পন্ন হয়েছে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শেষে উমাকান্ত একাডেমির প্রাঙ্গনে ভলিবল কোর্টেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পশ্চিম জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ড. বিশাল কুমার এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, স্বানীতি ইনিশিয়েটিভের মুখ্য কর্মকর্তা শ্রীমতি উমা ভট্টাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দু দিনব্যাপী রাজ্য স্তরীয় প্রতিযোগিতা ঘিরে সারা রাজ্য থেকে প্রায় দেড়শতাধিক ভলিবল খেলোয়াড়ের অংশগ্রহণে বেশ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। আগামী দিনেও এই স্বানীতি ইনিশিয়েটিভ রাজ্য ক্রীড়ার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে সুদূরপ্রসারী চিন্তা করবে বলে অনুমেয়।
2023-11-05