করিমগঞ্জ (অসম), ৫ নভেম্বর (হি.স.) : এসআইপি অ্যাবাকাস করিমগঞ্জের উদ্যোগে রবিবার করিমগঞ্জ জেলায় অল ইন্ডিয়া ইন্টার স্কুল এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট সহ করিমগঞ্জ এস আইপি অ্যাবাকাস ছাত্র-ছাত্রীদের লাইভ হিউমান ক্যালকুলেটর ডেমোস্ট্রেশন স্থানীয় ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারী স্কুলে অনুষ্ঠিত হয়। করিমগঞ্জের ফ্রন্ট্রিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল রোল্যান্ডস মেমোরিয়াল স্কুল , লিটিল এঞ্জেল,করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি অফ সায়েন্স, সানরাইজ ইংলিশ স্কুল এবং একমি স্কুলের থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের প্রায় ৫০০ এর অধিক ছাত্র-ছাত্রী ৫টি পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসআইপি অ্যাবাকাস স্কুলের অধ্যক্ষা সোনালী নাগ দে ও গুয়াহাটি থেকে আগত এসআইপি অ্যাবাকাসের স্টেইট হেড অরুনাভ দত্ত অ্যাবাকাস ডেমোস্টেশন পরিচালনা করেন । অধ্যক্ষা সোনালী নাগ দে এই মেগা কম্পিটিশনে সহযোগিতার জন্য করিমগঞ্জের এসআইপি অ্যাবাকাস টিম, এসআইপি ডেমো চাইল্ড, সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর অভিভাবকদের কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।
অন্যদিকে এস আই পি একাডেমির আসামের স্টেট হেড তরুনাভ দত্ত বলেন যে, অল ইন্ডিয়া ইন্টার স্কুল এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট সর্ব ভারতীয় স্তরে চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে । স্কুল পর্যায়ের পর জেলা স্তরের বিজয়ীরা রাজ্যিক স্তরের প্রতিযোগিতায় সুযোগ পাবে এবং এরপর বিজয়ীরা সরাসরি জাতীয় স্তরের প্রতিযোগিতায় চলে যাবে। জেলা স্তরের বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে এবং রাজ্যিক ও জাতীয় স্তরের বিজয়ীদের নগদ টাকা, ট্রফি সহ সার্টিফিকেট প্রদান করা হবে।
তিনি বলেন, এসআইপি অ্যাবাকাস একটি ব্রেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ক্লাস ওয়ান থেকে ক্লাস সেভেন পর্যন্ত ছাত্রছাত্রীদের অ্যাবাকাসসহ ব্রেইন জিম ও স্পিড রাইটিং শেখানো হয়। এস আই পি অ্যাবাকাস ছাত্র-ছাত্রীদের এক স্কিল শেখিয়ে দেয়, যা অন্য বিষয়ের পাশাপাশি বিশেষ করে অংকে দক্ষতা বিকাশে সহায়তা করে,যা অল রাউন্ড ডেভেলপমেন্টে বাচ্চাদের সাহায্য করে। এস আই পি অ্যাবাকাসের প্রয়োগ কৌশল অনুশীলন করে ছাত্র-ছাত্রীরা যথেষ্ট কম সময়ের যোগ, বিয়োগ ভাগ, গুণ , দশমিক যোগফল, স্কয়ার রুট, কিউব রুট ইত্যাদির সমাধান ক্যালকুলেটরের যে দ্রুত করতে পারে। একমাত্র এস আই পি অ্যাবাকাস যারা চারটি লেভেল কমপ্লিট করার পর নিউমারিক্যাল অ্যাবিলিটি তে পাঁচ গুন ভালো হওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয়। এসআইপি অ্যাবাকাস প্রদর্শনীতে বিভিন্ন লেভেলের ছাত্র ছাত্রীরা তাদের পারদর্শিতা প্রদর্শন করে।