মিজোরাম বিধানসভা নির্বাচনের সরব প্ৰচার সমাপ্ত, ভালো ফলাফল করবে বিজেপি, আশা কেন্দ্ৰীয় মন্ত্ৰী রিজিজুর

আইজল, ৫ নভেম্বর (হি.স.) : মিজোরাম বিধানসভা নিৰ্বাচনের সরব প্ৰচার অভিযান আজ রবিবার সন্ধ্যায় সমাপ্ত হয়েছে। আগামী মঙ্গলবার ৭ নভেম্বর রাজ্যের ৪০টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সরব নির্বাচনী প্রচারের অন্তিম দিন সকাল থেকে মিজোরামের কোথাও রাজনৈতিক কার্যসূচি অনুষ্ঠিত হয়নি৷

সরব প্ৰচারের দিন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা ভারতীয় জনতা পাৰ্টির মিজোরাম নিৰ্বাচন প্ৰভারী কিরেন রিজিজু সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে আশা ব্যক্ত করে বলেন, এবারের নিৰ্বাচনে গুরত্বপূৰ্ণ ভূমিকা পালন করছে বিজেপি। রিজিজু বলেন, এবারের নিৰ্বাচনে বিজেপি রাজ্যের এক বিরাট শক্তি। তিনি বলেন, আজ মিজোরামে নিৰ্বাচনী প্ৰচারের অন্তিম দিন। রাজ্যের এই নিৰ্বাচন এখন পর্যন্ত নিৰ্ণায়ক রাজ্য বিধানসভা নিৰ্বাচন হতে যাচ্ছে। কেননা, প্ৰথমবারের মতো এবারের নিৰ্বাচনে বিজেপি মুখ্য ভূমিকা পালন করছে। আগে বিজেপি এক বা দুটি আসন লাভের জন্য লড়েছিল। কিন্তু এবারের নিৰ্বাচনে বিজেপি একটি বড় শক্তি হিসেবে লড়াই করছে। তিনি বলেন, আমরা রাজ্যের বিভিন্ন প্ৰান্তে বেশ কয়েকটি আসনে বিজয়ী হব।

কিরেন রিজিজু আরও বলেন, বিজেপির প্ৰতি জনসাধারণের বিশ্বাস বেড়েছে। কারণ, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বে মিজোরামের আমজনতাকে অনুপ্ৰাণিত করেছে। তিনি বলেন, বিজেপি যদি পৰ্যাপ্ত আসন লাভ করে, তা-হলে সরকার গঠনে দল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি মিজোরামের রাজনৈতিক পরিস্থিতিতেও বিজেপি এক গুরুত্বপূৰ্ণ অবস্থানে থাকবে। এবারের নির্বাচনের পরও মিজোরামে বিজেপি একটি মজবুত কারক হয়ে থাকবে৷

এদিকে ভারতের নিৰ্বাচন কমিশন মিজোরামে শান্তিপূৰ্ণ ভোটদানের বিস্তৃত ব্যবস্থা করেছে। রাজ্যজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পাশাপাশি প্রত্যেকটি ভোটকেন্দ্ৰে নির্বাচনকর্মীদের পাঠানো হয়েছে৷ এছাড়া দুৰ্গম অঞ্চলে ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *