আগরতলা, ৩ নভেম্বর: খোয়াই মহকুমার তিনটি খামারে আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত শূকর কালিং-এর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।আজ থেকে কালিং শুরু। আজ ১৪টি শূকর নিধন করা হয়েছে। আগামীকাল ওই খামারগুলিতে স্যানিটাইজ করা হবে।
এ বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর প্রাণ গোপাল দাস জানিয়েছেন, খোয়াই মহকুমার পশ্চিম সোনাতলা গ্রামের জামিরা পাড়া, পূর্ব রামচন্দ্রঘাট গ্রামের বাতাপুরা পাড়া, উত্তর রামচন্দ্রঘাটের নন্দীপাড়ায় খামারে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রভাব দেখা দিয়েছিল। গত ৯ অক্টোবর একটি টিম মৃত শূকরের রক্ত পরীক্ষার জন্য নর্থ ইস্টান রিজিন্যাল ডিসিস ডায়াগনস্টিক ল্যাবরেটরি (এনইআরডিডিল)-এ পাঠিয়েছে। গত ২৮ অক্টোবর সেখান থেকে রির্পোট এসেছে। গত ১ নভেম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আক্রান্ত শূকর কালিং-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
গতকাল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে চারটি টিম গঠন করা হয়েছে। আজকে দুইটি টিম আরআরটি ও কালিং করেছে এবং বাকি দুই টিম ১০ কিলোমিটারে সমীক্ষা করেছেন।
তিনি আরও জানিয়েছেন, আজ ১৪টি শূকরের কালিং করা হয়েছে। আজ প্রাথমিক ভাবে এই নিধন প্রক্রিয়া আক্রান্ত শূকরের খামারের এক কিলোমিটার এলাকাজুড়ে করা হয়েছে।