কংগ্রেস রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত, আইএনডিআই জোটের দিকে আগ্রহী নয় : নীতীশ কুমার

পাটনা, ২ নভেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর মতে, কংগ্রেস রাজ্যের নির্বাচন নিয়েই ব্যস্ত, আইএনডিআই জোটের দিকে আগ্রহী নয়। বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনায় ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ জনসভার আয়োজন করে সিপিআই। এই জনসভায় অংশ নেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

তিনি বলেছেন, আইএনডিআই জোট গতি হারানোর জন্য কংগ্রেসই দায়ী। নীতীশের কথায়, পাঁচটি বিধানসভা নির্বাচন নিয়েই কংগ্রেস বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। আইএনডিআই জোটে আমরা সবাই কংগ্রেসকে অগ্রণী ভূমিকা দিতে সম্মত হয়েছিলাম। তবে মনে হচ্ছে, নির্বাচনের পরই তাঁরা পরবর্তী বৈঠক ডাকবে।হিন্দুস্থান সমাচার। রাকেশ।