শান্তিরবাজার, ২ নভেম্বর: নিখোঁজ গৃহবধূকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দারস্ত হলেন অসহায় সন্তান ও গৃহবধূর স্বামী।
ঘটনার বিবরনে জানা যায়,সুভাষ কলোনী এলাকার বাসিন্দা মধুসূধন সরকারের সহধর্মীনি বিজয়া দশমীর পরের দিন থেকে নিখোঁজ হয়ে পরে। জানা যায় গৃহবধূ পাশ্ববর্তী একটি ঠাকুরের আশ্রমে গিয়েছিলেন। সেখান থেকে গৃহবধূ নিখোঁজ হয়ে পরে। পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হবার বিষয়ে তাঁট স্বামী শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পরেও গৃহবধূর কোনো প্রকার খোঁজ না পেয়ে গৃহবধূর স্বামী ও ছেলে সংবাদমাধ্যমের দারস্ত হয়েছেন।

