চন্ডীগড়, ২ নভেম্বর (হি.স.): পঞ্জাবের সাঙ্গরুর জেলায় দুই ট্রাকের মাঝে আটকে গেল একটি যাত্রীবোঝাই গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় একটি শিশু-সহ মৃত্যু হয়েছে ৬ জনের। গাড়ির যাত্রীরা মালেরকোটলা থেকে সুনামে ফিরছিলেন। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সাঙ্গরুর জেলার মেহলা চক থেকে সুনাম সড়কে। নিহতদের মধ্যে ৪ বছরের একটি শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোররাত ১.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।
সাব ইন্সপেক্টর জগতার সিং বলেছেন, “একটি শিশু-সহ মোট ৬ জন মারা গিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সবাই সুনাম জেলার বাসিন্দা। আমরা নিহতদের স্বজনদের বক্তব্য রেকর্ড করছি।” স্থানীয় বাসিন্দা গুরচর্ন সিং বলেছেন, সকলেই ঘটনাস্থলেই মারা যান এবং দু’টি ট্রাকের মাঝে গাড়িটি আটকে যায়, গাড়ি কেটে দেহগুলি বাইরে বের করা হয়।