৫ নভেম্বর ইডেনে হচ্ছে না বিরাট কোহলির জন্মদিন উদযাপন

কলকাতা, ১ নভেম্বর(হি.স.): সিএবির পরিকল্পনা ছিল বিরাট সমারোহে ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে পালন করা হবে কোহলির জন্মদিন। কারণ ওই দিন বিরাট কোহলির জন্মদিন। কিন্তু সিএবির সেই স্বপ্ন পূরণ হচ্ছে না।কারণ ইডেনে বিরাট-জন্মদিন উদযাপনের যাবতীয় পরিকল্পনাই বাতিল করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। কারণ বোর্ডের তরফে এ ব্যাপারে অনুমতি মেলেনি।

কেন অনুমতি দেওয়া হয়নি? প্রথমত, বিরাটের জন্মদিন পালনে স্বার্থের সংঘাত দেখছে বিসিসিআই। গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা তৈরি হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। তাই স্পনসরদের কথা ভেবে অনুমতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *