আগরতলা, ১ নভেম্বর: আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর- শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ২৫ ফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বনদপ্তরের কর্মীরা। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন জনৈক বনদপ্তরের কর্মী।
ঘটনার বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বনদপ্তরের কর্মীদের কাছে খবর আসে ট্রেনে করে প্রচুর টাকার সেগুন কাঠ পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে আজ ভোরে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথ এর নেতৃত্বে বনদপ্তর এর কর্মীরা ধর্মনগর শিলচর গামী ট্রেনে তল্লাশি শুরু করেছিল। তল্লাশিতে চালিয়ে ট্রেনের শেষ কম্পার্টমেন্টে ২৫ ফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন জনৈক বনদপ্তরের কর্মী।
আরও জানা গিয়েছে, পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তারা তল্লাশি দেখে পালিয়ে যায়।

