আগরতলা, ৩১ অক্টোবর: ত্রিপুরা হাইকোর্টের পর্যবেক্ষণেই শেষ পর্যন্ত টিসিএ-র কেলেঙ্কারি মামলার তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সীট)। সোমবার রাতে টিসিএ অফিসে অভিযান চালিয়েছেন সীট-র আধিকারিকরা। অভিযানে টিসিএ-র বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তাঁরা।
সোমবার পুলিশ অফিসার সুজিত পালের নেতৃত্বে একটি টিম টানা দশ ঘন্টা অভিযান চালিয়েছে টিসিএ অফিসে। টিসিএ-র সভাপতির সামনে এক ট্যাঙ্ক কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল দুপুর একটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলেছে ওই অভিযান।
মূলত এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইট নির্মাণের কেলেঙ্কারি নিয়ে নথিপত্র বাজেয়াপ্ত করেছে সীট।
এ বিষয়ে টিসিএ সভাপতি তপন লোধ জানিয়েছেন, সীট তাদের কাছ করছে। আমরা প্রতিশ্রুতি মতো সীট-র তদন্তে সহযোগিতা করছি। আদালতের কাছে যা বলার বলবো। সীট যেগুলো নথিপত্র চেয়েছে সব দেওয়া হয়েছে।