ভারতের একতা ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাজনাথ সিং

লখনউ, ৩১ অক্টোবর (হি.স.): লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে উত্তর প্রদেশের লখনউতে ‘একতার জন্য দৌড়’-এর সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সকালে ‘একতার জন্য দৌড়’-এর সূচনা করার পর প্ৰতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের একতা ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনাথ বলেছেন, “আজকের দিনে আমাদের সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং নেতাদের স্মরণ করা উচিত, যারা ভারতকে স্বাধীন করতে এবং স্বাধীন ভারত গড়তে প্রধান ভূমিকা পালন করেছিলেন। সর্দার প্যাটেলের দূরদর্শিতা এবং তাঁর কূটনৈতিক ও কৌশলগত দক্ষতার ফলেই ভারতের একতা ও অখণ্ডতা নিশ্চিত করা সম্ভব হয়েছিল। জুনাগড় প্রিন্সিলি স্টেট এবং নিজামশাহী সংক্রান্ত ঘটনার কথা আপনারা সবাই শুনে থাকবেন। সর্দার প্যাটেল এই দুই রাজ্যকে ভারতে একীভূত করেন।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “জম্মু ও কাশ্মীরের একীকরণের দায়িত্ব সর্দার প্যাটেলের হাতে ন্যস্ত থাকলে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের সমস্যা তৈরি হতো না। সরকার প্যাটেল যদি সেই সময়ে প্রজ্ঞা ও দৃঢ়তা না দেখাতেন, তাহলে এখন ভারতীয়দের জুনাগড় ও হায়দরাবাদ যেতে ভিসা, পাসপোর্টের প্রয়োজন হতো।” রাজনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীজি চান দেশের যুবকরা এগিয়ে আসুক এবং নতুন ভারত গড়তে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করুক। এখন প্রধানমন্ত্রী যুবকদের একই প্ল্যাটফর্মে আনতে ‘মেরা যুবা ভারত’ অভিযানও চালু করতে চলেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *