সাংসদ বিপ্লব কুমার দেবের সৌজন্যে উদয়পুরে সিন্থেটিক ব্যাডমিন্টন কোর্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। ত্রিপুরার খেলোয়াড়দের জন্য আরও একটা মাইলস্টোন গড়তে চলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পে সাংসদ তহবিলে ১৫ লক্ষাধিক টাকা মঞ্জুর করা হয়েছে বিশেষ করে ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য। এই অর্থ মূলতঃ উদয়পুরে বিকেআই স্কুল কমপ্লেক্সে সিন্থেটিক ব্যাডমিন্টন কোর্ট তৈরি করার জন্য ব্যয় করা হবে। এমপি লোক্যাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিমে সম্প্রতি ১৭ লক্ষ ৮৫ হাজার ৫১৯ টাকা মঞ্জুর এসেছে সাংসদ বিপ্লব কুমার দেবের সৌজন্যে। এর থেকে ১৫ লক্ষ ১৫ হাজার ৫১৯ টাকা বিকেআই স্কুল গ্রাউন্ডে সিনথেটিক ব্যাডমিন্টন কোর্ট তৈরির জন্য ব্যয় করাতে আলাদা করে রাখার পর অবশিষ্ট ২ লক্ষ ৭০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার নবোদয় বিদ্যালয়ে ব্যবহৃত ইন্টারনেট সংযোগ আরও দ্রুততর করার জন্য উন্নত প্রযুক্তির ডিভাইস স্থাপনের লক্ষ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে মঞ্জুরীকৃত এই অর্থ কাজে লাগাতে সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের যথারীতি নির্দেশ দেওয়া হয়েছে বলে সাংসদ বিপ্লব কুমার দেব সংশ্লিষ্ট কার্যালয়ে বিস্তারিত জানিয়েছেন। রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে নিঃসন্দেহে এটি একটি শুভ প্রয়াস বলা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *