বিশালগড় থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা, বাজারমূল্য প্রায় ৯ লক্ষ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ অক্টোবর : গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় ফরেস্ট অফিস সংলগ্ন মামন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে রবিবার গভীর রাতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
এদিনের অভিযানে  নেশা জাতীয় কফ সিরাপ ৩৫০ বোতল, ফেন্সিডিল ২,৬৬৫ বোতল এবং ৪৮,০০০ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ। তবে পুলিশ এইদিন কাউকে আটক করতে পারে নি। পুলিশের অভিযানের আগাম খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিক সহ অন্যান্যরা।

 বিশালগড় থানার ওসি তাপস দাস ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে জানিয়েছেন, ওনাদের নিকট গোপন সংবাদ আসে মামন মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক গোকুলনগরস্থিত বিএসএফ ক্যাম্পের বি এস এফ জওয়ান, টি এস আর এবং বিশালগড় মহকুমা প্রশাসনকে অবগত করা হয়। পরবর্তী সময় মহকুমার ডিসিএম-এর উপস্থিতিতে পুলিশ, বিএসএফ ও টিএসআর জওয়ানরা মামন মিয়ার বাড়িতে তল্লাসি অভিযান চালায়। এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় ৮ থেকে ৯ লক্ষ টাকার নেশা সামগ্রী। তবে এইদিন কাউকে আটক করা যায় নি। তিনি আরও জানিয়েছেন বাড়ির মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তার খোঁজ অব্যাহত রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *