জম্মু, ৩০ অক্টোবর (হি.স.) : জম্মু জেলা থেকে দেশী মদসহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার জম্মু জেলার আখনুর উপজেলায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৫০ লক্ষ টাকার মদ।
পুলিশ জানিয়েছে, সোমবার তারা নির্ভরযোগ্য সূত্রের তরফে জানতে পারেন যে আখনুর উপজেলায় পারমিত কৌর নামক এক মহিলা নিজের বাড়িতে দেশি মদ বিক্রি করছে। তারপরই পুলিশ অভিযান চালিয়ে মহিলার বাড়ি থেকে অবৈধ মদ বাজেয়াপ্ত করে। সেইসঙ্গে মহিলাকে গ্রেফতারও করা হয়। আখনুর থানায় আবগারি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আখনুর ইন্সপেক্টর জহির মুশতাকের নেতৃত্বে থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ৪ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে।

