ভারত ও ভারতীয়দের রক্ষা করা আমাদের কর্তব্য : রাজনাথ সিং

লখনউ, ২৯ অক্টোবর (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার উত্তর প্রদেশের লখনউয়ের গুরুদ্বারা আলমবাগে গুরু গ্রন্থ সাহেব প্রকাশ উৎসবে অংশ নিয়েছেন। রবিবার সকালে গুরুদ্বারা আলমবাগে গুরু গ্রন্থ সাহেব প্রকাশ উৎসবে অংশ নিয়ে আশীর্বাদ নেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কিছু নেতা-কর্মীরা।

এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারত ও ভারতীয়দের রক্ষা করা আমাদের কর্তব্য…গুরু নানক দেবও আমাদের এই অনুপ্রেরণা দিয়েছেন।” রাজনাথ সিং বলেছেন, সীমান্তে ভারতীয় সেনাবাহিনী ক্রমাগত যুদ্ধবিরতির জবাবও দিচ্ছে।