নয়াদিল্লি, ২৭ অক্টোবর, (হি.স.): জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে সন্তোষের সুর বিজেপি নেতাদের। দিল্লিতে বসে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ”কে কে গ্রেফতার হবে, তার লম্বা তালিকা তো তৈরিই আছে।”
দিলীপবাবু সাংবাদিকদের বলেন, “আর গ্রেফতার হবে নাই বা কেন? সাধারণ মানুষের সঙ্গে এত দুর্নীতি করলে গ্রেফতার তো হতেই হবে। শুভেন্দু অধিকারী চাইলে তৃণমূলের সব এমপি, এমএলএ-দের সবাইকে জেলে ঢোকাতে পারে।”
প্রসঙ্গত, টানা প্রায় ২১ ঘণ্টা বাড়িতে তল্লাশির পর শুক্রবার ভোরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সকালে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হচ্ছে।

