দেহরাদূন, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে হাসপাতালে দেখতে যান।
শুক্রবার পুষ্কর সিং ধামি নয়াদিল্লি থেকে ফিরেই জলি গ্রান্ট বিমানবন্দর থেকে সরাসরি হিমালয়ান হাসপাতালে যান। হিমালয়ান হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। মুখ্যমন্ত্রী ধামি, হরিশ রাওয়াতের অসুস্থতার খোঁজ খবর নেন। সেইসঙ্গে ধামি তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেন। মঙ্গলবার রাতে হলদওয়ানি থেকে কাশিপুর আসার সময় হরিশ রাওয়াতের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ এসে তাঁকে কাশীপুরের কেভিআর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় মন্ত্রীর গাড়িরও ক্ষতি হয়।

