প্রশাসনে স্বচ্ছতা, দায়বদ্ধতা নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য সচেষ্ট থাকব : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা, ২৬ অক্টোবর: প্রশাসনে স্বচ্ছতা, দায়বদ্ধতা নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন। শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

ত্রিপুরার ২০তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা,অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, শিল্পমন্ত্রী সান্তনা চাকমা,পর্যটন ও পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, কল্যাণী রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী বিকাশ দের্ববমা,মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, বিধানসভার উপাধাক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে ও রাজ্য প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকগণ। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যপালের স্ত্রী সহ তার আত্মীয় পরিজন।

শপথ বাক্য পাঠ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ও তাঁর সরকারের সহযোগিতায় তিনি প্রশাসনে স্বচ্ছতা, দায়বদ্ধতা নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন। ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত করায় তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন।