আগরতলা, ২৬ অক্টোবর : উমা কৈলাসে ফিরে গেছেন আজ দুই দিন হয়েছে। তবুও তাঁর আগমনীতে বাতাসে সেই শিউলির সুভাস এখনো রয়ে গেছে। অবশ্য আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছু কিছু পূজা মন্ডপে গতকালও মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে, ভাসানের বিষাদ কাটিয়ে আজ মায়ের গমন “কার্নিভ্যাল” নিয়ে মেতে উঠবেন আগরতলাবাসী, তা নি:সন্দেহে উৎসবের আনন্দের মাত্রা অনেকটাই বাড়াবে। বিকেল পাঁচটায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা কার্নিভ্যালের শুভ সূচনা করবেন। আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আজ ওই “কার্নিভ্যাল”-এ সাক্ষী থাকতে ভিড় জমাবেন।
ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি এবং আগরতলা পুর নিগম “কার্নিভ্যাল”-এর সমস্ত আয়োজন করেছে। এই “কার্নিভ্যাল”-কে সফল করে তুলতে কোন কসুর রাখা হচ্ছে না। তথ্য ও সংস্কৃতি দফতরের ফেইসবুক, এক্স(টুইটার) এবং ইউটিউব পেইজ থেকে ওই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে, ত্রিপুরা পুলিশের ট্রাফিক বিভাগ “কার্নিভ্যাল”-কে ঘিরে শহর আগরতলায় যান চলাচলে নয়া নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুইটা থেকে কামান চৌমুহনী থেকে দশমীঘাট পর্যন্ত ভায়া সূর্য চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী এবং বটতলা রাস্তায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। ওই রাস্তা “নো ভ্যাহিকেল জোন” হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া, গান্ধীঘাট, নাগেরজলা, বটতলা, দশমীঘাট, জয়পুর, আগন্তক ক্লাব, জয়নগর অফিস লেন, ফায়ার সার্ভিস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, বীরেন্দ্র ক্লাব জংশন, আইজিএম হাসপাতালের পেছনের গলি, আরএমএস চৌমুহনী, মধ্যপাড়া রোড, ওরিয়েন্ট চৌমুহনী, জেকশন গেইট, গোল বাজার, লালমাইট্যা ক্রসিং এবং নেতাজি চৌমুহনী এলাকায় নো এন্ট্রি জোন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। দুপুর দুইটা থেকে “কার্নিভ্যাল” সমাপ্ত হওয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকবে। তবে, জরুরী পরিষেবা এবং এম্বুলেন্স, রেল এবং বিমান যাত্রীদের জন্য জরুরীকালীন রুট নির্ধারণ করা হয়েছে।

