কর্ণাটকের চিক্কাবল্লাপুরের উপকণ্ঠে ট্রাকে ধাক্কা গাড়ির; মৃত্যু ১২ জনের, প্রাণে বাঁচলেন একজন

চিক্কাবল্লাপুর, ২৬ অক্টোবর (হি.স.): বেঙ্গালুরু থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, কর্ণাটকের চিক্কাবল্লাপুরের উপকণ্ঠে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। গাড়িতে থাকা মাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছেন। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে।

চিক্কাবল্লাপুরের পুলিশ সুপার ডি এল নাগেশ বলেছেন, “দুর্ঘটনার সঠিক কারণ তদন্তাধীন রয়েছে, তবে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।” দুর্ঘটনাটি ঘটেছে ৪৪ নম্বর জাতীয় সড়কে (বেঙ্গালুরু-হায়দরাবাদ)। নিহতরা বাগেপল্লী থেকে চিক্কাবল্লাপুর যাচ্ছিলেন। মৃতরা অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার গোরান্টলা এলাকার বাসিন্দা।