আগরতলা, ২৪ অক্টোবর: আজ সকালে বিদায়ী রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যকে টিএসআর বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে বলেন, বিদায়ী রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক খুবই মধুর ছিল। পাশাপাশি, মুখ্যমন্ত্রী বিদায়ী রাজ্যপালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তাছাড়া, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ শুভ বিজয়া দশমী উপলক্ষে রাজ্যবাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ।