আগরতলা, ২৩ অক্টোবর: আজ মহা নবমী। এই বছরের মতো বাপের বাড়িতে আজ উমার শেষ দিন। নবমীর সন্ধ্যা আরতির পর বিষাদের সুর বাজে সর্বত্র। আজ রাজ্যবাসীর মঙ্গল কামনায় দূর্গাবাড়িতে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
আজ মহা নবমী। মহা নবমীর পূর্ণ তিথিতে রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে নবমী পুজোর আয়োজন করা হয়েছে। এদিন দূর্গা বাড়িতে পুন্যার্থীদের ভীড় পরিলক্ষিত হয়েছে।
এদিন দূর্গা বাড়িতে পূজা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। রাজ্যবাসীর মঙ্গল কামনায়য় দুর্গাবাড়িতে পুজো দিয়েছন বলে জানান তিনি।
পাশাপাশি মহানবমীর পূণ্যলগ্নে রাজ্যের জাতি-জনজাতি অংশের সকল পূণ্যার্থীদের শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।