দরঙের সিপাঝাড়ে মরা নদীতে উদ্ধার পচাগলা মৃতদেহ


দরং (অসম) ২২ অক্টোবর (হি.স.) : শারদীয় দুৰ্গাপূজার আনন্দের মধ্যে দরং জেলার সিপাঝাড়ে এক অঘটন। সিপাঝাড়ের গণেশকুঁওরীর নিকটবৰ্তী ১ নম্বর খানাপাড়ায় উদ্ধার হয়েছে একটি মৃতদেহ।

আজ রবিবার সকালে খানাপাড়ার বুক চিরে প্রবাহিত মরা নদীতে পচাগলা ভাসমান একটি মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন প্ৰত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ এসে লোক-লশকর লাগিয়ে পচাগলা, শরীরের মাংস খসে যাওয়া মৃতদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহটি শনাক্ত করা সম্ভব হয়নি পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।