অমৃত ভারত প্রকল্পে ১৬৬০ কোটি টাকা ব্যয়ে উদয়পুর, ধর্মনগর ও কুমারঘাট রেল স্টেশনের উন্নয়নের কাজ চলছে: মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৯ অক্টোবর: অমৃত ভারত প্রকল্পে ১৬৬০ কোটি টাকা ব্যয়ে উদয়পুর, ধর্মনগর ও কুমারঘাট রেল স্টেশনের উন্নয়নের কাজ চলছে। আগরতলা রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এমটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ আগরতলা থেকে ক্যামখা- লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনের পরিষেবার সূচনা হয়েছে। এই এক্সপ্রেস ট্রেনটি আগরতলা ও মুম্বাইয়ে মধ্যে চলাচল করবে। এছাড়াও আর আগরতলা ও মানুষের মধ্যে অতিরিক্ত ডেমু ট্রেন পরিষেবা এবং আগরতলা রেলওয়ে স্টেশনে এসকেলেটরেরও উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আগরতলা রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ছাড়াও কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিষয়ত মীনরাণী সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনটির পরিষেবা আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করার জন্য ত্রিপুরাবাসী বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এই পুজোর প্রাক্কালে সেই দাবিকে মাধ্যমে রেখে রেল মন্ত্রক কামাখ্যা লোকমান্য তিলক এক্সপ্রেসের পরিষেবা আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করেছে। 

সেইসাথে রেল মন্ত্রকের অনুমোদন অনুসারে আরও একটি ডেমু ট্রেন পরিষেবা আগরতলা ও গারুমের মধ্যে আজ থেকে চালু হয়েছে। গৌহাটি এবং আগরতলার মধ্যে লোকমানঢ় তিলক-কামাখ্যা আগরতলা থেকে মুম্বাই যেতে এই এক্সপ্রেস ট্রেনটির সময় লাগবে প্রায় ৫৫ ঘন্টা। 

এদিন তিনি আরও বলেন, আগরতলা থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৬টায় ট্রেনটি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবে। ট্রেনটি মুম্বাই পৌঁছাবে শনিবার বিকেলে। মুম্বাই থেকে ট্রেনটি আবার রওনা হবে রবিবার সকাল সাড়ে ৭টায়। আগরতলা পৌঁছবে মঙ্গলবার। 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অমৃত ভারত প্রকল্পে ১৬৬০ কোটি টাকা ব্যয়ে উদয়পুর, ধর্মনগর ও কুমারঘাট রেল স্টেশনের উন্নয়নের কাজ চলছে। আগরতলা রেল স্টেশনটি আন্তর্জাতিক মানের স্টেশনে উন্নীত করার জন্য ২৩৫.৪৫ কোটি টাকার ডিপিআর জমা দেওয়া হয়েছে। আগরতলা স্টেশনে এসকেলেটরও উদ্বোধন করা হয়েছে। আগরতলা-আখাউড়া রেল যা ঢাকা হয়ে কোলকাতার সাথে সংযোগ তৈরী করবে তার কাজও দ্রুত গতিতে চলছে। 

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ক্ষা এক্সপ্রেসের পরিষেবা উদয়পুর তাবৎ বিলোনীয়ায় স্টপেজ সহ সারুম পর্যন্ত সম্প্রসারণের জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে রেল মন্ত্রকের কাছে দাবি জানানো হয়েছে। লোকমান্য তিলক কামাখ্যা ট্রেনের সম্প্রসারণের ফলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল এমনকি বাংলাদেশের মানুষও চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *