যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে, কর্মসংস্থান সৃষ্টি খুবই জরুরি : ভগবন্ত মান

অমৃতসর, ১৮ অক্টোবর (হি.স.) : যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে, কর্মসংস্থান সৃষ্টি খুবই জরুরি, বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবার পঞ্জাবের অমৃতসরে ‘মাদকমুক্ত রাজ্য’ নামক একটি অনুষ্ঠানের ভাষণে একথা বলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, “যদি আমাদের যুবকদের মাদক থেকে দূরে করতে হয়, তাহলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ৷ আমরা এটিকে অগ্রাধিকার দিচ্ছি৷”

‘মাদকের বিরুদ্ধে শপথ’ অনুষ্ঠানে অংশ নিতে বুধবার অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই অনুষ্ঠানে পঞ্জাবের বহু স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে একজন বলেন, আমাদের দেশকে মাদকমুক্ত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং অমৃতসরের পুলিশ কমিশনার নৌনিহাল সিং এই মহৎ প্রচেষ্টা গ্রহণ করেছেন। তারা ছাত্রদের খেলাধুলার দিকে এবং আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য উৎসাহিত করেছে। ‘দ্য হোপ ইনিশিয়েটিভ’-এর অধীনে এদিন এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।