কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): শ্রীভূমির এবারের থিম, ডিজনিল্যান্ড। যা দেখতে ইতিমধ্যে লোকের ভিড় বাড়তে শুরু করেছে। আর এই ভিড়ের প্রভাব পড়তে শুরু করেছে যান চলাচলেও। বলা ভাল, লেকটাউনে ব্রিজে ওঠার মুখ একেবারে থমকে গিয়েছে। তাই যাঁরা বিমানবন্দর যাবেন, তাঁদের অন্য পথে যাওয়ার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ।
মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আগেও কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার তাঁর নিশানায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বুধবার দিলীপবাবু সাংবাদিকদের বলেন, ” ভিড় কে কন্ট্রোল করবে? যে কন্ট্রোল করবে, সেই তো কন্ট্রোলের বাইরে।’
দিলীপবাবু বলেন, ”সরকারের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে থাকলে আপনি সব করতে পারবেন। পুজো হোক। সেটা ভালো। কিন্তু এই পুজোর জন্য কত লোকের অসুবিধা হচ্ছে। পুজোর অনেক আগে থেকে সেটা খুলে দেওয়া হচ্ছে। এখন অফিস চলছে, পুজোর বাজার চলছে। তার সঙ্গে পুজো চলছে। পিতৃপক্ষে পুজো চালু করে দেওয়া তৃণমূল শুরু করেছে। এটা অনৈতিক, অধার্মিক। প্রশাসনের দিক থেকেও সেটা উচিত নয়।”’
প্রসঙ্গত, শ্রীভূমির মণ্ডপে উপচে পড়ছে ভিড়। আর তার প্রভাব পড়েছে যান চলাচলেও। লেকটাউন ব্রিজে ওঠার মুখে তীব্র যানজট। খুব ধীরে গাড়িগুলি এগোচ্ছে। বলা যায়, যে পথ যেতে ২০-৩০ মিনিট সময় লাগে, সেটা পৌঁছতে এদিন সময় লেগে যাচ্ছে ১ ঘণ্টা। যেন শয়ে-শয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

