বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল

কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার দুপুরে রাজ্যের প্রস্তাবিত দুটি বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল।

একদিন আগেই তাঁর সই ছাড়া বিধানসভায় পেশ হয়েছে বিধায়কদের বেতনবৃদ্ধির বিল। যদিও সেই বিল নিয়ে আলোচনা এবং সেটা পাশ করানো, কোনওটাই সম্ভব হয়নি। দুটি বিলের একটি হল দি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার্স এমোলিউমেন্টস) অ্যাক্ট, ১৯৩৭। বিলটি হল বিধায়কদের বেতন বাড়ানোর জন্য। অপরটি হল ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অটান্ড অ্যালাওন্সেস অ্যাক্ট, ১৯৫২। এই বিলটি মন্ত্রীদের বেতন বাড়ানোর জন্য।

আগেই বিধায়কদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর দ্বিতীয়ায় বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়। উদ্দেশ্য ছিল, এই বিলটি পেশ করে দ্রুত পাশ করা এবং তা কার্যকর করা। কিন্তু তা নিয়ে রবিবার জটিলতা তৈরি হয়।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁকে এই বেতনবৃদ্ধির বিল নিয়ে প্রশ্ন করা হয়। রাজ্যপাল জানান, তাঁর সচিবকে আরও বিস্তারিত তথ্য দিতে হবে। তারপর তিনি বিলে সই করবেন। এই জটিলতায় সোমবারের আগে রাজ্যপাল বিলদুটিতে সই করেননি। বিল দুটি আটকে রাখায় রাজ্যপালের ভূমিকা সমালোচিত হয়েছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *