গোমতি জেলায় কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ভগবন্ত খুবা  

উদয়পুর, ১৬ অক্টোবর : কেন্দ্রীয় সরকারের  রাসায়নিক ও সার এবং নতুন পুনর্নবীকরণযোগ্য  শক্তি মন্ত্রকের  রাষ্ট্রমন্ত্রী ভগবন্ত খুবা বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির রূপায়ণ সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবেl সরকারি পরিষেবা নাগরিকদের কাছে যথাযথভাবে পৌঁছে দেয়ার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন l আজ গোমতী জেলা ভিত্তিক এক পর্যালোচনা সভায় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো বলেন| 

আজ উদয়পুর গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত জেলা ভিত্তিক পর্যালোচনা এই সভায় মৎস্য, কৃষি দপ্তরের বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প সহ, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), গ্রামীণ জীবিকা মিশন, মুদ্রা যোজনা ইত্যাদি দপ্তরের অন্তর্গত কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় l এই দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, অতিরিক্ত জেলাশাসক সুমিত লোধ, জেলার কর্মরত বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ l জেলাশাসক তড়িৎকান্তি চাকমা প্রজেক্টর এর মাধ্যমে গোমতী জেলার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন l

পর্যালোচনা সভা শেষে শ্রী খুবা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির বাস্তবায়নের চিত্র সরোজমিনে খতিয়ে দেখেন l তিনি জামজুরি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার,  মাতাবাড়ি ব্লকের অন্তর্গত প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর প্রাপক সবিতা দাসের নব নির্মিত গৃহ, গোমতী জেলা হাসপাতালের জেনেরিক ওষুধের কাউন্টার ইত্যাদি স্থান পরিদর্শন করেন l এদিন সকালে তিনি মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন l