ত্রিপুরা: ২
আসাম: ২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। ত্রিপুরার জুনিয়র ফুটবলাররা আজ দারুন খেলেছে। রুখে দিয়েছে শক্তিশালী দল আসাম কে। দিল্লিতে আয়োজিত ৬২তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ জুনিয়র বালকদের ফুটবল টুর্নামেন্টে। দুই-দুই গোলে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দু দল এক-এক করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। প্রথম ম্যাচে মিজোরামের সৈনিক স্কুলের বিরুদ্ধে চার-এক গোলে জয় ছিনিয়ে রাজ্য দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে গোয়ার বিরুদ্ধে নূন্যতম গোলে হেরে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়তে হয়েছে। তবে আজ, সোমবার আসামকে রুখে দেওয়ায় ত্রিপুরার ফুটবলাররা বেশ নজরে এসেছে। জি-পুল থেকে গ্রুপ লীগের শেষ ম্যাচে ত্রিপুরার ছেলেরা অর্থাৎ রাজ্যের প্রতিনিধি হিসেবে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের জুনিয়র ফুটবলাররা আগামীকাল হরিয়ানার মুখোমুখি হবে। উল্লেখ্য, এই ম্যাচে ত্রিপুরা যদি হরিয়ানাকে হারাতে পারে পাশাপাশি পরদিন অর্থাৎ ১৮ অক্টোবর হরিয়ানা যদি আসামকে হারাতে পারে তবে হয়তো ত্রিপুরার ভাগ্যে মূল পর্বের ছাড়পত্র চলে আসতে পারে। তবে সমীকরণ যথেষ্ট জটিল হলেও ত্রিপুরা দলের আশা এখনও জিইয়ে আছে সেটাই বলা যায়।

