আগরতলা, ১৬ অক্টোবর: বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার সহ বিদ্যুতের বেসরকারিকরণ বন্ধ করা, বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা দূর করার দাবিতে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে দুই ঘন্টার গণঅবস্হান সংগঠিত করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। তাঁদের দাবি অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
এ বিষয়ে জেলা সম্পাদক রতন দাস অভিযোগ, রাজ্য সরকার সাধারণ মানুষের উপর চাপের বোঝা বাড়িয়ে দিচ্ছে। আগরতলা শহরের ১২টি মহকুমাকে লুঠ করার জন্য বিদ্যুৎ বেসরকারির হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের ৫টি ডিভিশনকে বেসরকারির হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই নীতিকে সরাসরি বিরোধীতা করেন তিনি।
তাঁদের আরও অভিযোগ, রাজ্য সরকার বিভিন্ন পদ্ধতিতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে চলছে। তাই তাঁদের দাবি, বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, বিদ্যুতের বেসরকারিকরণ বন্ধ করা, বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা দূর করা হোক।

