নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): মহিলাদের শুধু সমান অধিকারই নয়, সবক্ষেত্রেই নেতৃত্বের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শনিবার সংসদ-২০-এর তৃতীয় অধিবেশনে একথা বলেন বিড়লা।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শনিবার সংসদ ২০-এর তৃতীয় অধিবেশনে বলেন, ভারতে মহিলাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে নারীদের শুধু সমান অধিকারই নয়, সব ক্ষেত্রেই নেতৃত্বের সুযোগ থাকা উচিত। যশোভূমি দ্বারকায় অনুষ্ঠিত পি-২০ শীর্ষ সম্মেলনের তৃতীয় অধিবেশনের থিম ছিল, এক পরিবার। কিন্তু সমান অধিকারকে মূলধারায় আনা থেকে শুরু করে নারী উন্নয়ন থেকে নারী নেতৃত্বাধীন উন্নয়ন বিকশিত করাও অন্যতম উদ্দেশ্য।
বিড়লা নারী উন্নয়ন থেকে নারী-নেতৃত্বাধীন উন্নয়নে যাওয়ার ওপর জোর দেন। ওম বিড়লা জানান, ভারতের সাংবিধানিক ব্যবস্থা মহিলাদের ক্ষমতায়ন প্রদানের কেন্দ্রে রয়েছে। সম্প্রতি, সংবিধান সংশোধন করে, কেন্দ্রীয় ও রাজ্য বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।