ক্ষমতার আগে অধিকার চায়, এই আন্দোলন কাউকে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয়: প্রদ্যুত

আগরতলা, ১৪ অক্টোবর: ক্ষমতার আগে অধিকার চায়। এই আন্দোলন কাউকে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয়। এই লড়াই ১৫ লক্ষ তিপ্রাসাদের অধিকারের আন্দোলন। আজ খুমুলুঙে তিপরা মথার জনসমাবেশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের মনে করালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দের্ববমন। তাঁর দাবি, জনজাতিদের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে।

এদিন প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দের্ববমন বলেন, এই আন্দোলন কাউকে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়। এই আন্দোলন ১৫ লক্ষ তিপ্রাসাদের অধিকারের লড়াই। 

তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে টিকেট না পাওয়ায় থানসা ভেঙে নতুন নতুন দল গঠন করা হলে কাজের কাজ কিছুই হবে না। তাই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একত্রে লড়াই করার আবেদন জানিয়েছেন তিনি।