জাতীয় ক্রিকেটে উত্তরাখণ্ডেও ধরাশায়ী ব্যাটিং ব্যর্থতায় ভুগছে ত্রিপুরার মেয়েরা

ত্রিপুরা-‌৯১ (৫০)

উত্তরাখন্ড-‌৯২/‌৪(১৭.৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। ফলাফল ছিলো প্রত্যাশিত। দেখার ছিলো ত্রিপুরার ক্রিকেটাররা কতটা লড়াই ছুড়ে দিতে পারে উত্তরাখন্ডকে। কার্যত লড়াইয়ের ছিটেফোটাও দেখা যায়নি। অশ্মিতা দাস যদি সামান্য প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে ত্রিপুরার স্কোর আরও শোচনীয় হতো। এছাড়া ত্রিপুরাকে ৬০ রানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন উত্তরাখন্ডের বোলাররা। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের জাতীয় ক্রিকেটে। ইন্ডোরের এস এস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬ উইকেটে। ত্রিপুরার গড়া মাত্র ৯১ রানের জবাবে উত্তরাখন্ড ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আসরে আপাতত ৪ ম্যাচ খেলে মাত্র ১ টি ম্যাচে জয় এবং ৩ টি ম্যাচে পরাজিত হয় ত্রিপুরা। ৬ দলীয় ‘‌এ’ গ্রুপে আপাতত ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। ১৬ অক্টোবর ত্রিপুরা আসরের শেষ ম্যাচ খেলবে ছত্তিশগড়ের বিরুদ্ধে। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় শুরু থেকেই খাদের কিনারায় চলে যায় ত্রিপুরা। ভাগ্যিস উত্তরাখন্ডের বোলারদের থেকে অতিরিক্ত খাতে ম্যাচের সর্বাধিক ৩১ রান পায় ত্রিপুরা। আর ওই রানের কঁাধে ভর দিয়েই ত্রিপুরা ৯১ রান করে। ত্রিপুরার পক্ষে অশ্মিতা দাস ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং রূপালী দেবনাথ ৫১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ত্রিপুরার‌ আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি। উত্তরাখন্ডের পক্ষে কল্পনা ভর্মা ১৫ রান দিয়ে ৫ টি, সাক্ষি ১২ রান দিয়ে ২ টি এবং বৈশালী ২৩ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১৭.‌৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় উত্তরাখন্ড। প্রাথমিক বিপর্যয়ের পর উত্তরাখন্ডকে টেনে তুলেন তানিশা ক্ষাত্রি এবং দীপিকা। তানিশা ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং দীপিকা ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯ (‌অপ:‌) রান করেন। এছাড়া গরিমা ১০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ত্রিপুরার পক্ষে পারমিতা চক্রবর্তী ১৩ রান দিয়ে ২ টি, বিজয়া ঘোষ ১৪ রান দিয়ে ১ টি এবং রিফু দেববর্মা ২৬ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন। আসরে ৪ ম্যাচ খেলে উত্তরাখন্ডের পয়েন্ট ১২। ‌