ত্রিপুরা-১৫৫(৪৫.১)
মিজোরাম-১১৬(৩৮.১)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। নবাগত মিজোরামকে হারাতে কালো ঘাম ঝড়াতে হলো ত্রিপুরার ক্রিকেটারদের। রাজ্যদলের দুই ওপেনার দেবাংশু দত্ত এবং দ্বীপজয় দেব যদি ওপেনিং জুটিতে কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে জয় পাওয়া নিয়েও সংশয় থাকতে হতো। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয় পায় ৩৯ রানে। সকালে ত্রিপুরার গড়া ১৫৫ রানের জবাবে মিজোরাম ১১৬ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার দ্বীপজয় দেব অর্ধশতরান করেন। শনিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরার শুরুটা ভালো হয়। দুই ওপেনার দেবাংশু এবং দ্বীপজয় শুকরুটা ভালো করেন। ওপেনিং জুটিতে দুজন ৭২ রান যোগ করে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেন। কিন্তু ওই দুজন আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। ত্রিপুরা ৪৫.১ ওভার ব্যাট করে ১৫৫ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে দ্বীপজয় ১০০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৫৩ এবং দেবাংশু ৬৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে রোহন বিশ্বাস ২৭ বল খেলে ১৪ এবং অর্কজিৎ রায় ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। মিজোরামের পক্ষে ইশাক ১৫ রান দিয়ে ৪ টি এবং জোহান ২৩ রান দিয়ে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মিজোরাম শুরু থেকে চাপে পড়ে যায়। ওই অবস্থায় দলকে টেনে তোলার যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নেন ভানরোট লিঙ্গা। চাপের মুখে দায়িত্বশীল ইনিংস খেলেন মিজোরামের অধিনায়কটি। কিন্তু শেষ পর্যন্ত জয় পেতে পারেনি দল। মিজোরাম ৩৮.১ ওভারে ১১৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ভানরোট লিঙ্গা ১০৬ বল খেলে ৮ টি বাউন্ডারির ৬২ এবং ভালপুইয়া ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। ত্রিপুরার পক্ষে অর্কজিৎ রায় ২৩ রান দিয়ে ৫ টি এবং দীপায়ন দাস ২৭ রান দিয়ে ৩ টি উইকেট দখল করেন। আসরে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেলো ত্রিপুরা। ১৬ অক্টোবর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ উত্তরপ্রদেশ।

