ভবিষ্যতে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের আরও ব্যাপ্তি ও প্রসার ঘটবে: সুশান্ত

আগরতলা, ১৪ অক্টোবর : ভবিষ্যতে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের আরও ব্যাপ্তি ও প্রসার ঘটবে। আজ মহালয়ার শুভ পুণ্যলগ্নে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা (এস.ই.এ.টি)-এর উদ্যোগে মহতী সেবামূলক বস্ত্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করে এমনটাই আশা ব্যক্ত করলেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন কর্মসূচিতে ৩০০ জন দুস্থ মহিলাদের মধ্যে নতুন বস্ত্র প্রদান সহ তাঁদের মহালয়া ও আসন্ন দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে সকলের হাতে জল-মিষ্টি তুলে দিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

শ্রী চৌধুরী বলেন, পূজার আনন্দে যাতে সকলে শামিল হতে পারেন, বিশেষ করে গরীব- দুঃস্থ মানুষ যাতে সুন্দর ভাবে পূজো উপভোগ করতে পারেন, তার জন্যই আজ স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা’র এই মহতী উদ্যোগে নিয়েছে।

তাছাড়া, সীট এর এই মহতী সমাজ সেবামূলক উদ্যোগকে একটি ইতিবাচক এবং মানবতার সেবায় নিবেদিত একটি মহৎ উদ্যোগ বলে উল্লেখ করে অন্যান্যদেরকেও এধরণের উদ্যোগ নিয়ে দরিদ্র-প্রবীণদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সীট এর সকল সম্মানিত সদস্য-সদস্যরা অনেক কষ্ট করে যে অর্থ উপার্জন করেন তার কিছু অংশ সমাজের অবহেলিত মানুষের কল্যাণ সাধনে ব্যায় করছেন যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।