ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত একলব্য আর্ট একাডেমীর উদ্যোগে লগ্নে মেগা আর্ট প্রতিযোগিতা

আগরতলা, ১৪ অক্টোবর: ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত একলব্য আর্ট একাডেমীর উদ্যোগে শনিবার মহালয়ার পুন্য লগ্নে মেগা আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিন গন্ডাছড়া দুর্গাবাড়ি প্রাঙ্গনে মেগা আর্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছেন  ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ‌।

তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন্ডাছড়া বিদ্যাজ্যোতি  দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা, বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সমূল্য চন্দ্র বিশ্বাস, সমাজসেবী আদিত্য সরকার, সমীর রঞ্জন ত্রিপুরা, গোপাল সরকার, সজল মল্লিক, গীতা ঘোষ, গন্ডাছড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তরুণ দেবনাথ, একলব্য আর্ট একাডেমীর অঙ্কন শিক্ষক মনীন্দ্র সরকার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ চন্দ্র সরকার।

এদিন প্রায় ২০০ জন অঙ্কন শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে তেজশ্রীতা মোটরস এর পক্ষ থেকে একটি করে পেন্সিল বক্স তুলে দেওয়া হয়। মেগা আর্ট প্রতিযোগিতা’কে ঘিরে মহকুমা এলাকার খুদে অঙ্কন শিল্পীদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *