চড়িলাম,১৪ অক্টোবর: শনিবার মা ঊষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় কমলা সাগর চা বাগিচার শ্রমিকদের মধ্যে এক মেগা স্বাস্থ্য শিবির।উক্ত শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ, বিজেপির প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ। চিকিৎসকরা শ্রমিকদের স্বাস্থ্য পরিক্ষা করে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন। এছাড়া এদিন শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া নবনিযুক্ত চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করেন বাগিচার চা শ্রমিকেরা। চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন চা শ্রমিক পরিবারগুলোর আর্থিক সামাজিক বিকাশে কাজ করছে সরকার। দীর্ঘদিন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু বিজেপির সরকার চা বাগিচায় স্বাস্থ্য, শিক্ষা পানীয় জল, বিদ্যুৎ আবাসন সবকিছু পৌঁছে দিয়েছে। এমনকি চা শ্রমিক পরিবারগুলোকে সরকার জমি দিচ্ছে বাড়ি করার জন্য। এবারের পুজা বোনাস ইতিমধ্যে পেয়ে গিয়েছে শ্রমিকরা। উৎসবের দিনগুলোতে চা শ্রমিকেরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠুক এই প্রত্যাশা করেন মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট।
2023-10-14