ফেরি পরিষেবা শুরু তামিলনাড়ুর নাগাপট্টিনম এবং শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাইয়ের মধ্যে

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার উত্তর প্রদেশের জাফনার কাছে কাঙ্কেসান্থুরাইের মধ্যে ফেরি পরিষেবা শুরু হল। শনিবার থেকে এই পরিষেবার সূত্রপাত হয়।

জুলাই মাসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভারত সফরের সময় উভয় দেশের নেতারা ফেরি পরিষেবার ঘোষণা করেছিলেন। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার পরিচালনায় এই ফেরি পরিষেবাটি চালু হয়েছে। এই হাই-স্পিড ফেরিটির ধারণক্ষমতা ১৫০।

নাগাপট্টিনাম থেকে কাঙ্কেসান্থুরাই যেতে ফেরির সময় লাগবে ৩.৫ ঘন্টা। সমুদ্রের অবস্থা ঠিকঠাক থাকলে এত কম সময়ের মধ্যেই ফেরি গন্তব্যে পৌঁছে যাবে। ১১০ কিমি দূরত্ব মাত্র সাড়ে ৩ ঘন্টাতেই পাড় করবে ফেরি। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই ফেরি পরিষেবা শুরুর উদ্দেশ্য হল, ভারত মহাসাগর অঞ্চলের সঙ্গে সংযোগ বাড়ানো। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফেরি পরিষেবা চালু হওয়ায় উভয় দেশের জনগণ সহজে ও সাশ্রয়ী মূল্যের সংযোগ পাবে।