গুয়াহাটি, ১৪ অক্টোবর (হি.স.) : গুয়াহাটিতে ৩০ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর আধিকারিক-কর্মীরা। জাল নোট কারবারে জড়িত অভিযোগে নিজাম আলি (৫০), হাফিজুর রহমান (৩৬), আবদুল রাজ্জাক (৪৬), মুনীন্দ্র হাজরিকা (৪৪) এবং আতিকুর রহমান (৩৮) নামের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
জাল ভারতীয় মুদ্রার নোট (এফআইসিএন) ছাপা এবং পাচার সম্পর্কিত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুয়াহাটি মহানগরের হাতিগাঁও থানার অন্তর্গত দক্ষিণগাঁওয়ের সাউকুচি রোডে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এক দল। অভিযানে জাল ৫০০ টাকার ২৬টি বান্ডিল, ছয়টি মোবাইল ফোনের হ্যান্ডসেট, ৫০০ টাকা নোটের আকারে কাগজের কয়েকটি বান্ডিল, কালো কাগজের বান্ডিল, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত তরল রাসায়নিকের বোতল, একটি বাদামি টেপ, একটি সাদা প্লাস্টিকের ব্যাগ, নগদ সচল ৭,৭০০ টাকা এবং একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করেছে এসটিএফ।
জাল নোট সহ বাজেয়াপ্তকৃত সামগ্রী সমেত ধৃত পাঁচজনকে হাতিগাঁও থানা কর্তপক্ষের হাতে তুলে দিয়েছেন এসটিএফ-এর অফিসাররা।