অভিষেকের সমনপ্রাপ্ত পিএ-কে তোপ শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ১৪ অক্টোবর (হি.স.) : প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করেছে ইডি। সোমবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার নন্দীগ্রামের মহেশপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের পিএ-কে ‘কালেক্টর’ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

শনিবার, মহালয়ার দিন নন্দীগ্রামের মহেশপুরে সেবাদান কর্মসূচিতে যোগদান করে স্থানীয় বিধায়ক শুভেন্দু। সুমিতকে ইডি তলব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘ও কালেক্টর! ফলের ঝুড়িতে টাকা আসত আর ও সেটা গুছিয়ে রাখত। ইডি ঠিক জায়গায় হাত দিয়েছে। এবার মনে হচ্ছে তদন্ত সঠিক পথে যাচ্ছে।’

নন্দীগ্রামে শহিদ পরিবারে সঙ্গে প্রত্যেক বছর মহালয়ার দেখা করেন বলে দাবি করেছেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘প্রত্যেক বছরই আমি এটা করি। অনেক মানুষের সেবার বন্দোবস্ত করি। এবার ১২ হাজার লোককে সেবা দিয়েছি। শহিদ পরিবার আমাকে জিতিয়েছে। তাই মহালয়ার দিন সবার সঙ্গে দেখা করি, উপহার তুলে দিই। শহিদ পরিবারের সকলেই আমার সঙ্গেই রয়েছে।’

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে একাধিক জায়গায় তাঁর নাম উঠে এসেছে। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে। সোমবার সকাল ১০টা সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। আদালত এই সমন নিয়ে কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *