উত্তরাখণ্ডে ২০০ মিটার গভীর খাদে গাড়ি পড়ে মৃত ৩, দেহ উদ্ধারে এসডিআরএফ

দেহরাদূন, ১৪ অক্টোবর (হি.স.): ২০০ মিটার গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে, উত্তরাখণ্ড রাজ্যের চক্রতা এলাকায়।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র দল শনিবার ওই ভাঙা দোমরানো মুচরোনো গাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। উত্তরাখণ্ড রাজ্যের চক্রতা এলাকা থেকে দেহগুলিকে উদ্ধার করেছে এসডিআরএফের দল। চক্রতার তহশিলদারের থেকে দেহরাদূনের মিনাসে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। এসডিআরএফের দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগায়। পুলিশ জানিয়েছে, তিনজনকে নিয়ে গাড়িটি হিমাচল প্রদেশের চৌপাল তহসিলের নাভাল টিকরি থেকে বিকাশ নগরের দিকে আসছিল। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। খাদে পড়ে যাওয়া গাড়িতে তিনজন আরোহী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তিনজনের মৃতদেহ গাড়ির ভিতরে আটকে ছিল। এসডিআরএফের কর্মীরা অনেক চেষ্টার ফলে দেহগুলি বের করে। মৃতদেহগুলি উদ্ধারের পর এসডিআরএফ তাদের জেলা পুলিশের হাতে তুলে দেয়।