ভিনু মানকড়ে জয়ের আশাবাদী ত্রিপুরা আজ মিজোরামের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। আগামীকাল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মিজোরামের মুখোমুখি হবে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। দিল্লি-‌র জামিয়া মিলিয়া ইসলামিয়া মাঠে হবে ম্যাচটি। প্রথম ম্যাচে দুদলই পরাজিত হয়েছিলো। ত্রিপুরা পরাজিত হয়েছিলো শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে এবং মিজোরাম ৫ উইকেটে পরাজিত হয়েছিলো পন্ডিচেরীর বিরুদ্ধে। দুদলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। মিজোরামের বিরুদ্ধে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে ত্রিপুরা। তামিলনাড়ুর বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ব্যাটসম্যান-‌রা। ফলে এদিন অনুশীলনে ব্যাটসম্যানদের উপরই বেশী জোড় দেন ত্রিপুরার কোচ। কার কী ভুল হয়েছে তা বোঝানোর চেষ্টা করানো হয়। আগামীকাল সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী ত্রিপুরার শিবির। তবে মিজোরামকে হালকাভাবে নিলে এর খেসারত দিতে হবে ত্রিপুরাকে। এদিন অনুশীলনে ত্রিপুরা দলের প্রতিটি ক্রিকেটারকে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। মিজোরামের বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে গোটা দল আশাবাদী। তামিলনাড়ু ম্যাচের দলই সম্ভবত রেখে দেওয়া হবে মিজোরামের বিরুদ্ধে। ক্রিকেটারদের আরেকটি সুযোগ দিতে চাইছেন টিম ম্যানেমেন্ট। এই ম্যাচে ব্যর্থ হলে সমস্যায় পড়তে হবে ক্রিকেটারদের। কারন দল গঠিত হয়েছে ৩ ম্যাচের জন্য। ফলে বেশ কিছু পরিবর্তন হতে পারে দলে। এদিকে, আগামীকাল গ্রুপের অপর খেলায় তামিলনাড়ু খেলবে বিদর্ভের বিরুদ্ধে এবং পন্ডিচেরি লড়বে উত্তরপ্রদেশের বিরুদ্ধে।