কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কিছুদিন মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বেশ কিছু দিন ধরে বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া তিলোত্তমাতেও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আপাতত কয়েকদিন মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। দুই এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তি বজায় থাকবে। তবে জলীয়বাষ্পের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই কমছে। শনিবার মহালয়ার দিন মূলত মেঘমুক্ত থাকবে আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশে কম। ধীরে ধীরে উত্তরবঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, কমবে বৃষ্টিপাতও।
2023-10-13